অধরা স্বপ্ন

কাজ পাবার আশা তো নেই সাথে জোটে অপমান ও তিরস্কার।

বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন অভিনয় জগতে এসে নিজের পরিচয় তৈরি করবেন। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেন তাঁরা অভিনয় করবেন ছবিতে, নিজের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর অনুপ্রেরণায় তাঁরা দেখতে শুরু করেন এধরনের স্বপ্ন। কিন্তু আদৌ কি তাঁরা পূরণ করতে পারেন তাঁদের এই স্বপ্ন?

কলকাতায় এরকম অনেকে আছেন যাঁরা তাঁদের চাকরি ছেড়েও ছবিতে অভিনয় করার স্বপ্নের পিছনে ছুটতে থাকেন। নিজেদের কাজকর্ম জলাঞ্জলি দিয়ে পরিচালকদের সাথে সাক্ষাতের জন্য বসে থাকেন। সূত্রের মাধ্যমে বিভিন্ন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে তাঁরা পরিচালকদের তুষ্ট করতে মেতে থাকেন। খরচ করেন প্রচুর টাকা। কিন্তু এতসব করা সত্ত্বেও লাভ কিছুই হয়না। সিনেমায় হিরো-হিরোইনের রোল তো পাওয়া যায়ই না, বরং অনেকের কপালে অপমান ও তিরস্কার জোটে।

এদের মধ্যে কয়েকজন অবশ্য পরিচালকদের সন্তুষ্ট করতে পারলে তাঁদের কপালে জোটে ছোটো খাটো কোনো সাইড রোল। কয়েকজনের কপাল একটু সাথে থাকলে শর্ট ফিল্মে হয়তো সুযোগ মিলতে পারে। কিন্তু বড় কোনো ছবিতে হিরো-হিরোইনের রোল? নৈব নৈব চ!