ব্রাজিলীয় শিল্পে চূর্ণবিচূর্ণ কোস্টারিকানদের হৃদয়

হয়ত এটিই হওয়ার ছিল, ব্রাজিলীয় শিল্প যেন রাশিয়া জয় করবে বলেই এসেছে।

ব্রাজিল – ২ (কুটিনহো, নেইমার)

কোস্টারিকা – ০

গতরাতে দক্ষিণ আমেরিকার এক হেভিওয়েট দল আর্জেন্টিনার হতাশাজনক পারফর্মেন্সের পর ব্রাজিলীয় সমর্থকরা আশায় ছিল যে নেইমার – কুটিনহো তাদের মান ও সম্মান বাঁচাবে। আর ঠিক তাই হল। ইঞ্জুরি টাইমে ২টি গোল করে বিশ্বকাপের পরের স্টেজে যাওয়া যেমন একদিকে নিশ্চিত করলেনই, তেমনই তাদের মহাদেশের আরেক দল কোস্টারিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল তারা। হয়ত এটিই হওয়ার ছিল, ব্রাজিলীয় শিল্প যেন রাশিয়া জয় করবে বলেই এসেছে।

ধরে নেওয়াই হয়েছিল যে ম্যাচটি ব্রাজিল প্রায় অনায়াসেই জিতে যাবে, কিন্তু তাদের কাজটা কঠিন করে কেলর নাভাসের নেতৃত্বাধীন কোস্টারিকা দেশটি। শুরুর দিকে দুই দলই দুরপাল্লার শটে গোল করার চেষ্টায় ছিল, কিন্তু সেগুলি গোলের ধারেকাছেও যায়নি। ১৩ মিনিটে ভালো সুযোগ পায় কোস্টারিকা, ভেনেগাসের পাস থেকে বোরজেস গোল করার সুযোগ পেলে বাইরে মারেন। এরপর ব্রাজিলের একটানা আক্রমন দেখা যায়। নেইমার ও গ্যাব্রিয়েল জেসাস বেশ কিছুবার কোস্টারিকান রক্ষণকে ব্যস্ত করে। ২৬ মিনিটে জেসাসের গোল বাতিল হয় অফসাইডের কারণে। কুটিনহো এবং উইলিয়ান কয়েকবার সুযোগ পায় ব্রাজিলকে এগিয়ে দেওয়ার, কিন্তু তা হয়ে ওঠেনি। প্রথমার্ধ গোলশূণ্য অবস্থায় শেষ হয় বটে কিন্তু আশা করা যাচ্ছিল দ্বিতীয়ার্ধে সাম্বা ম্যাজিক বেশ ভালোমতই দেখা যাবে।

দ্বিতীয়ার্ধে পরিষ্কার হয়ে যায় কোস্টারিকার ট্যাকটিক্স, রক্ষণাত্মক খেলে কোনওরকমে একটি পয়েন্ট তুলে আনতে হবে তাদের। ব্রাজিল একটানা আক্রমণ করতে থাকে। ৪৯ মিনিটে জেসাসের শট বারে লাগে।৫৬ মিনিটে নেইমারের শট দুর্দান্তভাবে বাঁচান গোলকিপার কেলর নাভাস। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখে নেইমাররা, কিন্তু গোলমুখ আর খোলে না। ৭৮ মিনিটে নাটকের সৃষ্টি হয়, কোস্টারিকার গঞ্জালেজ নেইমারকে ধাক্কা মেরে ফেলে দেন এই কারণে রেফারি পেনাল্টির নির্দেশ দেন ব্রাজিলের পক্ষে। কিন্ত ভিডিও অয়াসিস্টান্ট রেফারি প্রযুক্তির সহায়তায় রেফারি তার সিদ্ধান্ত পালটে ফেলেন, হাঁফ ছেড়ে বাঁচে কোস্টারিকার সমর্থকরা। এদিকে গোলের কোনও দেখা পাওয়া যায় না, সময় চলে যায়। এমন সময়ে অতিরিক্ত সময়ে গোল পায় ব্রাজিল। ফিরমিনোর হেড থেকে বল পেয়ে জেসাস আলতো টোকা মারলে কুটিনহো গোল করেন। এরপর মনে করা হয়েছিল ব্রাজিল রক্ষণাত্মক খেলবে, কিন্তু নেইমার তা হতে দিলেন না। ডগলাস কোস্তার পাস থেকে গোল করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৬তম গোলটি আদায় করলেন নেইমার। ২-০ ব্যবধানে জয়লাভ করে ব্রাজিল।

ব্রাজিলীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত, গ্যালারির বেশিরভাগ ছিল হলদে-সবুজের ভিড়। কিন্তু মন ভেঙে গেল কোস্টারিকানদের কান্না দেখে, তাদের দলও যে অনেকটা লড়াই করেছিল।