ট্রান্সফার ব্যান সত্ত্বেও কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল

এই শনিবার এআইএফএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের উপর ট্রান্সফার ব্যান উপলব্ধ করা হয়েছে

এই শনিবার এআইএফএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের উপর ট্রান্সফার ব্যান উপলব্ধ করা হয়েছে, যা লাগু থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ট্রান্সফার ব্যানের অর্থ হল একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ক্লাব আর কোনও খেলোয়াড়কে কিনতে পারবে না। ফলে ইস্টবেঙ্গলে আগত বোরহা গোমেজ পেরেজ এবং এনরিকে এসকুয়েদার দলে সই করা নিয়ে বিরাট সংশয়ে পড়েছিল ক্লাবকর্তারা। কিন্তু সেই ব্যাপারে অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ছে।

আইলিগের সিইও সুনন্দ ধর জানিয়েছেন, “নতুন দুই ফুটবলারের খেলতে কোনও সমস্যা নেই। তাদের নাম আগে থেকে ফেডারেশনের লিস্টে আছে।” অর্থাৎ ইস্টবেঙ্গল এই দুই বিদেশীকে সই করাতে পারে এবং তারা এই মরশুমেই খেলবেন লাল-হলুদ জার্সিতে। এছাড়া ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকারও সুনন্দ ধরের কথাতে সম্মতি দিয়েছেন। সুতরাং কিছুটা স্বস্তিতে রয়েছে লাল-হলুদ জনতা।