আইপিএল এ এবার কাশ্মীরের দল

জম্মু ও কাশ্মীর রঞ্জিতে খেললেও আইপিএল এ তারা কিছুটা ব্রাত্য।

এবার হয়ত আমরা ক্রিকেটের স্বাদ পেতে পারি ভূস্বর্গে। জম্মু ও কাশ্মীর রঞ্জিতে খেললেও আইপিএল এ তারা কিছুটা ব্রাত্য। কাশ্মীরের পারভেজ রসুল তুলনামূলক ভাবে আইপিএল এর পরিচিত মুখ হলেও কাশ্মীরে আইপিএলের প্রচার সেরকম হচ্ছে না। আর তাই আইপিএল এ নিজেদের দল বানানোর চেষ্টায় জম্মু ও কাশ্মীর।

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক জানিয়েছেন যে তাদের রাজ্যের আধিকারিকেরা আইপিএল এর কর্তৃপক্ষের সাথে কথা বলছেন যাতে তারা নিজেদের রাজ্যের একটি দল আইপিএল এ নামাতে পারে। তিনি এও জানিয়েছেন যে আইপিএল এর চেয়ারম্যান রাজীব শুক্লার সাথে তার নিয়মিত কথা হচ্ছে এই ব্যাপারে। দল গঠন করা ছাড়াও তাদের রাজ্যে যেন কয়েকটি আইপিএল এর ম্যাচ আয়োজিত হয় সে ব্যাপারেও অনুরোধ করেছেন তিনি।

কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রোগ্রামে সত্য পাল মালিক ছিলেন শ্রীনগরে। সেখানে তিনি জানান, “জম্মু ও কাশ্মীরের নিজস্ব আইপিএল দল নিয়ে আমি আইপিএল এর চেয়ারম্যান রাজীব শুক্লার সাথে আলোচনা করেছি। খুব শীঘ্রই আইপিএল এর কিছু ম্যাচ জম্মু ও কাশ্মীরে আসতে পারে।”

এই রাজ্য থেকে মোট তিনজন ক্রিকেটার আইপিএল খেলেছেন। কাশ্মীরের সেরা খেলোয়াড় পারভেজ রসুল তো রয়েছেনই, এই মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ লাখ টাকায় কিনেছে জম্মু ও কাশ্মীরের খেলোয়াড় মনজুর আহমেদ দারকে। এছাড়া জম্মুর অধিবাসী মিঠুন মানহাস আইপিএল এ বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচেরও ভুমিকা পালন করেছেন।

এবার দেখা যাক, ভূস্বর্গের দেশ থেকে আইপিএল এর মহামঞ্চে কোনও দল আসবে কিনা!