কোরিয়ান বোমাকে ডিফিউজ করল চিচারিতোরা

বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই পরাস্ত করার পর মেক্সিকোর মেজাজই অন্যরকম ছিল। তাদের খেলা যেন আরও পরিণত, আরও মজবুত।

মেক্সিকো – ২ (ভেলা – পেনাল্টি, হার্নান্ডেজ)

দক্ষিণ কোরিয়া – ১ (সন)

সুইডিশদের বিরুদ্ধে ভালো পারফর্মেন্সের পর আশা ছিল দক্ষিণ কোরিয়া লড়াই দেবে মেক্সিকোকে, কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই পরাস্ত করার পর মেক্সিকোর মেজাজই অন্যরকম ছিল। তাদের খেলা যেন আরও পরিণত, আরও মজবুত। তারই প্রতিফলন দেখলাম কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে।

প্রথমার্ধে শুরু থেকেই মেক্সিকো দুর্দান্ত শুরু করে। একের পর এক আক্রমণে চাপে রাখে কোরিয়ান রক্ষণকে। হার্নান্ডেজ – ভেলা – লোজানোর ত্রয়ী আক্রমণে গোলের একাধিক সুযোগ তৈরি হয়, কিন্তু গোলমুখ আর খোলে না। ২৪ মিনিটে পেনাল্টি পায় মেক্সিকো। কার্লোস ভেলা পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। দক্ষিণ কোরিয়া কোনওরকম লড়াইয়ের ছাপ রাখতেই পারেনি প্রথমার্ধে।

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা দেখা যায়। মেক্সিকান আক্রমণ ও কোরিয়ান রক্ষণ। ৬৬ মিনিটে দলের দ্বিতীয় গোল আদায় করেন জাভিয়ের হার্নান্ডেজ। লোজানোর পাস থেকে হার্নান্ডেজ গোল করেন। দেশের হয়ে কেরিয়ারের ৫০ তম গোল করেন চিচারিতো। দ্বিতীয় গোল খাওয়ার পর দক্ষিণ কোরিয়ার কিছু আক্রমণ দেখা যায়, কিন্তু মেক্সিকান রক্ষণে গোলে পরিণত হয়না। খেলা শেষের অতিরিক্ত সময়ে সন হিউন মিনের দুর্দান্ত দুরপাল্লার গোল থেকে কোরিয়ার হয়ে গোল করেন। মেক্সিকো ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এবং রাউন্ড অফ ১৬ এ উঠে যায়।