আর্জেন্টিনার নিভন্ত প্রদীপে ঘি ঢালল নাইজেরিয়া

নাইজেরিয়ার জয়ের জন্য যে কাকুতি-মিনতি করছিল সকল আর্জেন্টিনার সমর্থক তাদের মুখে হাসি ফুটিয়ে তুললেন আহমেদ মুসা।

নাইজেরিয়া – ২ (মুসা – ২)

আইসল্যান্ড – ০

ম্যাচটি যদি সাধারণ প্রেক্ষিতে দেখি তাহলে সেরকম কোনও ভূমিকা নেই বলাই যায়। কিন্তু এই খেলার বিশেষ গুরুত্ব রয়েছে আর্জেন্টিনার কাছে। নাইজেরিয়ার জয়ের জন্য যে কাকুতি-মিনতি করছিল সকল আর্জেন্টিনার সমর্থক তাদের মুখে হাসি ফুটিয়ে তুললেন আহমেদ মুসা। তারই দুই গোলে আইসল্যান্ডকে দুগোলে হারিয়ে নিজেদের এবং আর্জেন্টিনার সুযোগ বাঁচিয়ে রাখলেন।

শুরুর ৫ মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েছিলেন গিলফি সিগার্ডসন, কিন্তু দুবারই তা প্রতিহত করেন নাইজেরীয় গোলরক্ষক ফ্রান্সিস উজোহো। দুই দলই একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে মেতে উঠেছিল। কিন্তু একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বিপদজনক কিছু করতে পারেনি আইসল্যান্ড।

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য নাইজেরিয়াকে দেখা যায়। আক্রমণাত্মক মনোভাব নিয়ে তারা দ্বিতীয়ার্ধ শুরু করে। ৪৯ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া। প্রতি আক্রমণে ভিক্টর মোজেসের পাস থেকে গোলার মত শটে আইসল্যান্ডের গোলরক্ষক হ্যালডরসনকে পরাস্ত করেন আহমেদ মুসা। এরপর একের পর এক সুযোগ তৈরি করেন মোজেস ও এনডিডি, কিন্তু গোল আর হয়ে ওঠেনি। ৭৪ মিনিটে মুসার শট পোস্টে লাগে। তবে ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে মুসা। টপ কর্নারে শট মেরে দুগোলের ব্যবধানে এগিয়ে দেন নাইজেরিয়াকে।কিন্তু এরপরেই পেনাল্টি পায় আইসল্যান্ড, সৌজন্যে ভি.এ.আর.। ব্যবধান কমানোর এই সুবর্ণ শূ্যোগ হাতছাড়া করেন সিগার্ডসন, গোলের বাইরে মারেন তিনি। শেষ অবধি ২-০ ফলে জেতে নাইজেরিয়া।

নাইজেরিয়ার এই জয়ের ফলে আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকে। যদি ক্রোয়েশিয়া ম্যাচ জেতে তাহলে আর্জেন্টিনাকে কেবল নাইজেরিয়ার বিরুদ্ধে জিতলেই হবে।