জাকা-সাকিরির শিল্পে তছনছ গ্রুপ ‘ই’-এর সকল হিসেব

৯০মিনিটের মাথায় সুইজারল্যান্ড এর পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয় সাকিরি।

62

সার্বিয়া-১
মিট্রোভিক (৫’)

সুইজারল্যান্ড-২
জাকা (৫২’),সাকিরি (৯০’)

গ্রুপে ব্রাজিলের মতো ৫ বারের বিশ্বকাপ জয়ী দল।

কিন্তু তাতে কি?

এই বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। এই বিশ্বকাপ তথাকথিত ছোট দলগুলির বিশ্বকাপ।
বড় বড় দলগুলি যখন সমর্থকদের মন ভরাতে ব্যর্থ, তারকা-মহাতারকারা যখন নিজেদের শিল্প বিশ্বদরবারে পরিবেশন করতে অক্ষম, তখন অপেক্ষাকৃত কম শক্তিশালী দলগুলির অচেনা অজানা খেলোয়াড়গুলি দর্শকদের মন ভড়িয়ে তুলছে।

সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়ার কাছে তাই দ্বিতীয় হয়ে নক-আউট রাউন্ডে যাওয়ার লড়াই।
সেই লড়াইয়ের প্রথম পরাজিত দল কোস্টারিকা পর-পর দুই ম্যাচে শেষ মুহুর্তে এসে গোল খেয়ে হেরে যাওয়ায় লড়াই এখন ত্রিমুখী।

ব্রাজিল-সুইজারল্যান্ড- সার্বিয়া।
ব্রাজিল,কোস্টারিকা কে হারিয়ে দেওয়ায় সুইজারল্যান্ড বনাম সার্বিয়া ম্যাচ মূলত “ডু অর ডাই” ম্যাচ হয়ে দাঁড়ায়। এবং ১ গোলে পিছিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিয়ে শেষ হাসি হাসলো জাকা-সাকিরির সুইজারল্যান্ড।

খেলা শুরুর মাত্র ৫মিনিটের মধ্যে মিট্রোভিকের গোলে এগিয়ে যায় সার্বিয়া। প্রথম ম্যাচে জয় থাকার ফলে একপ্রকার ধরেই নেওয়া হচ্ছিল সার্বিয়াই যাবে পরের রাউন্ডে।

কিন্তু দ্বিতীয় অর্ধে ৫২ মিনিটের মাথায় চোখ ধাঁধানো লং রেঞ্জার শটে সমতা ফেরায় জাকা।
তথাকথিত ছোট এই দুইদলের লড়াই লজ্জায় ফেলে দেবে যেকোনো বড়দলকে।

৯০মিনিটের মাথায় সুইজারল্যান্ড এর পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয় সাকিরি।

পিছিয়ে পরে জয় ছিনিয়ে নেওয়া এই বিশ্বকাপে প্রথমবার। এবং সাকিরির এই গোল শুধু তার দেশকে বিশ্বকাপে শুধু টিকিয়েই রাখলো না, জমিয়ে দিল গ্রুপ ‘ই’ এর লড়াই। গ্রুপ লিগের শেষ খেলায় ব্রাজিল বনাম সার্বিয়া এবং সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা খেলাদুটি ঠিক করে দেবে কোন দুই দল নক-আউট পর্যায় অবতীর্ণ হবে।

ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে যে দল জিতবে সেই দল তো অবশ্যই পরের রাউন্ডে যাবেই, তার সাথে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে তা জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।