বঙ্গ বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী কি রাহুল সিনহা? জল্পনার পারদ চড়ালেন মুকুল রায়

82

গতকাল বঙ্গ বিজেপির ছিল একটি গুরুত্বপূর্ণ দিন,একদিকে যেমন মুকুল রায়, অনুপম হাজরা, রাজু বিস্তারা পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব । ঠিক তার অন্যদিকে গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাহুল সিনহাকে। এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে রাহুল সিনহাকে। গতকাল সন্ধ্যেবেলায় এক ভিডিও বার্তায় রাহুল সিনহা জানিয়েছিলেন,“৪০ বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই যে, তৃণমূল কংগ্রেসের নেতা আসছে তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারেনা। আমি যা বলার ১০-১২ দিনের মধ্যে বলবো। আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।”

এদিকে আজ, রাহুল প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়, তিনি জানান, রাহুল সিনহা বাংলার মুখ। উল্লেখ্য, আজ পুরুলিয়া যাওয়ার পথে কাঁকসার বাসকোপা টোলপ্লাজ়াতে কিছুক্ষণের জন্য দাঁড়ান মুকুল রায়। সেখানে তিনি বলেন, রাহুল সিনহা বিজেপির মুখ।  রাহুলবাবু দু’একটা কথা বলে ফেলেছেন। সেক্ষেত্রে একটা লোকের তিরিশ বছরের রাজনৈতিক ইতিহাস কখনই একটা কথার উপর বিচার করা ঠিক নয়। তবে এর কোনও প্রভাব পড়বে না। আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে। মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। পাশাপাশি, একুশের নির্বাচনের জন্য বিজেপি জোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন মুকুল। এদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, সামনেই একুশে নির্বাচন, এবং এই নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে দেখা যাবে সেবিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আর এই ধোঁয়াশার মধ্যেই রাহুল সিনহাকে বাংলার মুখ হিসেবে তুলে ধরেছেন সদ্য নির্বাচিত সর্বভারতীয় বিজেপির সহসভাপতি, যা অত্যন্ত ইঙ্গিতবাহি। এদিকে রাহুল সিনহাও দক্ষ রাজনীতিবিদ জন্মলগ্ন থেকেই বঙ্গ বিজেপির সঙ্গে থেকেছেন তিনি।